ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু: মনোনয়ন ফরম জমা, সরগরম ক্যাম্পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
ডাকসু: মনোনয়ন ফরম জমা, সরগরম ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পদপ্রত্যাশীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট হল অফিস কক্ষে এ মনোনয়ন ফরম জমা নেওয়া হয়।  

ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনের শীর্ষ নেতারা নিজ নিজ হলে গিয়ে মনোনয়ন ফরম জমা দেন।

এসময় প্রত্যেকে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ভূমিকা রাখার কথা বলেন।  

ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্যানেল থেকেও অধিক সংখ্যক শিক্ষার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।  
ক্যাম্পাসে এখন এ নির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা।  

এদিকে দুপুর ২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।