ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে আন্তঃডিসিপ্লিন-টি ২০ টুর্নামেন্টের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
খুবিতে আন্তঃডিসিপ্লিন-টি ২০ টুর্নামেন্টের উদ্বোধন .

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্তঃডিসিপ্লিন-টি২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। উদ্বোধনী খেলার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) উপ-রেজিস্ট্রার মোহাম্মদ শরিফুল ইসলাম।

সঞ্চালনা করেন উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

উদ্বোধনী খেলায় উভয় ডিসিপ্লিনের প্রধান, টিম ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শারীরিক চর্চা বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন অংশগ্রহণ করে। টসে জিতে পরিসংখ্যান ডিসিপ্লিন ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ, আন্তঃডিসিপ্লিন-টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ২৭টি ডিসিপ্লিন ক্রিকেট দল নয়টি গ্রুপে অংশগ্রহণ করছে। আগামী ১৪ মার্চ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।  

এর আগে ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি, পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মেধাবী ছাত্রের আকস্মিক মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।