ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

র‍্যাগিংয়ের অভিযোগে ইবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
র‍্যাগিংয়ের অভিযোগে ইবির ৫ শিক্ষার্থী বহিষ্কার

ইবি: র‍্যাগিংয়ের অভিযোগে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্তে উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করা হয়েছে। তদন্ত কমিটির অপর সদস্যরা হলেন- ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন,  ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। কমিটির সদস্যদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- ওই বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেহেদী হাসান (রোল-১৭২৮০০৩), মেহেদী হাসান রোমান (রোল-১৭২৮০১৪), সুমাইয়া খাতুন (রোল-১৭২৮০৭৪), আহমেদ জোবায়ের সিদ্দিকী (রোল-১৭২৮০২০) ও মুহিদ হাসান (রোল-১৭২৮০১০)।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১৮ ফেব্রুয়ারি (সোমবার) ক্লাস শেষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে খাবার খেতে যায়। খাবার শেষ করে আসার পথে মেহেদী, রোমান, সুমাইয়া, জোবায়ের, মুহিদ তাদের পথ আটকায়। এসময় নবীন শিক্ষার্থীদের গান গাইতে বলেন। পাশাপাশি তাদের মুখে অভিযুক্তরা সিগারেটের ধোঁয়া ছাড়ে এবং অশ্লীল কথাবার্তা বলেন।

পরবর্তীতে ওই তিন শিক্ষার্থী বিভাগের শিক্ষকদের বিষয়টি জানান। পরে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশে প্রশাসন তাদের সাময়িক বহিষ্কার করে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।