ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো আরও ৪ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সরকারি হলো আরও ৪ মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয় দেশের চার জেলার আরও চারটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেবতী রমন দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুরের রায়পুর মার্চেন্টস একাডেমী, চুয়াডাঙ্গার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
 
এসব প্রতিষ্ঠানকে সরকারি করে রোববার (১৭ ফেব্রুয়ারি) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।


 
১৭ ফেব্রুয়ারি থেকে এসব প্রতিষ্ঠান সরকারি ধরে আদেশে বলা হয়েছে, এসকল প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।