ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ওরিয়েন্টেশন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ওরিয়েন্টেশন

ঢাকা: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ স্প্রিং ২০১৯ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। 

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর এমিরেটাস, স্কুল অব বিজনেসের ভার্চুয়াল ডিন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. নজরুল ইসলাম।  

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
পিআর/আরবি/    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।