ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সংকট নিরসনে আন্দোলনে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
সংকট নিরসনে আন্দোলনে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: নানামুখী সংকট ও সমস্যায় জর্জরিত পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ। সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কলেজের মূল ফটক থেকে শুরু করে বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার পর্যন্ত সড়কে নেমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজটির প্রতিটি বিভাগেই রয়েছে প্রয়োজনীয় শিক্ষকের সংকট, নেই হল সুবিধা। এছাড়া রয়েছে একাডেমিক ভবন সংকট। এসব সমস্যা উত্তরণের জন্য ছয় দফা দাবি নিয়ে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন।  

আন্দোলনে শিক্ষার্থীদের ছয় দফা দাবি হচ্ছে শহীদ শামসুল আলম ছাত্রাবাসকে পূর্ণ হল, ড্যাফরিন মুসলিম হলকে কবি নজরুল কলেজের হল ঘোষণা, শিক্ষক সংকট নিরসন, একাডেমিক ভবন বৃদ্ধি ও সব শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করা।

এদিকে বেলা ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।  

এসময় কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনে নেমেছি। আমরা যে কোনো যৌক্তিক আন্দোলনে সব সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থাকবো।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
কেডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।