ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে 'পেশা কি শুধুই সাংবাদিকতা?' বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
কুবিতে 'পেশা কি শুধুই সাংবাদিকতা?' বিষয়ক সেমিনার

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে বিভাগের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতা ও যোগাযোগ অধ্যয়ন: ‘পেশা কি শুধুই সাংবাদিকতা?' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) কলা অনুষদের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়েরের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

 

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন- সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, আলোচক হিসেবে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনেরর নির্বাহী বার্তা সম্পাদক খালেদ মুহিউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে যমুনা টেলিভিশনের সিনিয়র প্রতিনিধি নাজমুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সাংবাদিকতা বর্তমানে একটি বিপুল চাহিদাসম্পন্ন পেশা। এ পেশায় মেধাবী লোকদের সমন্বয়ে একটি ঐতিহ্য গড়ে উঠেছে। ভুয়া সংবাদের কারণে একজন মানুষকে নানাভাবে ভুগতে হয়। তাই সাংবাদিকদের এ বিষয়ে জোর দেওয়া প্রয়োজন।

প্রধান আলোচক ড. গোলাম রহমান বলেন, বর্তমানে দেশে বহুমাত্রিক মিডিয়া গড়ে উঠেছে। এ খাতে দক্ষ লোকদের প্রয়োজন। সংবাদমাধ্যমগুলোতে চার হাজারেরও বেশি কর্মী দরকার। আবার যারা এ পেশায় আসেন অনেকেই বেতন-ভাতা কম বলে ঝরে পড়েন।

আলোচক খালেম মুহিউদ্দিন বলেন, সাংবাদিকতা বিভাগের নানা পেশায় নিজেকে নিয়োজিত করতে সংবাদমাধ্যমের পাশাপাশি বিজ্ঞাপন সংস্থা, জনসংযোগ কর্মকর্তা, প্রোগ্রাম ব্যবস্থাপনা, যোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে পেশা হিসেবে বেছে নিতে পারবে।

বিকেলে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ডদল ‘প্লাটফর্ম’র শিল্পীরা এতে গান পরিবেশনা করবেন।  

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।