ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ফেনী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ফেনী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশ নেওয়া এক মেয়ে প্রতিযোগী। ছবি: বাংলানিউজ

ফেনী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে ফেনী পুলিশ লাইন মাঠে ২১টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক প্রতিযোগী।

 

প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে সর্বোচ্চ পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী বেলায়েত হোসেন। এছাড়া মেয়েদের বিভাগে সমান সংখ্যক পদক নিয়ে যুক্তভাবে চ্যাম্পিয়ন হয়েছেন তিনজন। তারা হলেন- খাদিজা আক্তার জুথি, হুরে জান্নাত ও ফারিহা আহমেদ পূর্ণ্যা।

উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, লং জাম্প, হাই জাম্প ও ৬০০ মিটার দৌড় ছিল।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সত্তার।  

ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের নির্বাহী কমিটির সদস্য সচিব ডা. এএসএম তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক।  

এর আগে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর আহ্বায়ক, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের।

সমাপনী অনুষ্ঠানে ফেনী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রভাষক মেহজাবিন তাবাসসুম সুজানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএসএম আবুল খায়ের, ব্যবসায় প্রশাসন অনুষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।