ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

এসএসসি’র প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৯
এসএসসি’র প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৩১৮ পরীক্ষার্থী

সিলেট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে এদিন কেউ বহিষ্কার হননি।

শনিবার (০২ ফেব্রুয়ারি) প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বাংলানিউজকে বলেন, শনিবার সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে চলে ১টা পর্যন্ত।

এতে বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রে ৯০ হাজার ২৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭০৫ জন।

এবার সিলেট বোর্ডের অধীনে ৮৯৬টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৩ হাজার ১৫ জন শিক্ষার্থী। সিলেটের চার জেলায় ১৩১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিষয়ভিত্তিক এ পরীক্ষা চলবে আগমী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।