ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুলনায় কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
খুলনায় কমেছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা

খুলনা: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় খুলনা জেলায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে কেন্দ্রের সংখ্যা বেড়েছে। ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩২ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৬৮৪ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ১৩৯ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ১৪৯ জন।

এসব পরীক্ষার্থীরা খুলনার ৮৬টি কেন্দ্র পরীক্ষা দেবে। ৮৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৫৫টি, দাখিলে ১৩টি ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্র রয়েছে।

গত বছর খুলনা জেলায় মাধ্যমিক পর্যায়ের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৮৪৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ৫৮৯ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ২৪৯ জন। এসব পরীক্ষার্থীরা খুলনার ৮৪টি কেন্দ্র পরীক্ষা দিয়েছিল। ৮৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৫৩টি, দাখিলে ১৩টি ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্র ছিল।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান রোববার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বলেন, প্রশ্নফাঁস রোধসহ সুন্দরভাবে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ