ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির উপ-উপাচার্য আইপিটিআরসি’র বেস্ট পয়েট মনোনীত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ঢাবির উপ-উপাচার্য আইপিটিআরসি’র বেস্ট পয়েট মনোনীত অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ চীনের ইন্টারন্যাশনাল পয়েট্রি ট্রান্সলেশন এন্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) কর্তৃক ‘দি প্রাইজেস ২০১৮: দি ইন্টারন্যাশনাল বেস্ট পয়েট’ মনোনীত হয়েছেন।

কাব্য-সাহিত্যে অবদানের জন্য এ বছর দশটি দেশের ১০ জন কবিকে ‘বেস্ট পয়েট’ মনোনীত করেছে আইপিটিআরসি।

বুধবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিভাবান ও জনপ্রিয় কবি অধ্যাপক মুহাম্মদ সামাদ সিটি আনন্দ-আলো পুরস্কার, সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার, কবি সুকান্ত সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ  দাশ পুরস্কার, কবি জসীম উদ্দীন সাহিত্য পুরস্কার, ত্রিভূজ সাহিত্য পুরস্কার, কবি বিষ্ণু দে পুরস্কার, কবিতালাপ পুরস্কারসহ আরো অন্যান্য সম্মাননা লাভ করেন।

জাতীয় কবিতা পরিষদের সভাপতির দায়িত্বরত এ কবির প্রকাশিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে, আমি তোমাদের কবি, আমার দু’চোখ জলে ভরে যায়, আজ শরতের আকাশে পূর্ণিমা, চলো, তুমুল বৃষ্টিতে ভিজি, পোড়াবে চন্দন কাঠ, আমি নই ইন্দ্রজিৎ মেঘের আড়ালে, একজন রাজনৈতিক নেতার মেনিফেস্টো, প্রেমের কবিতা, কবিতাসংগ্রহ ও Selected poems.

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
এসকেবি/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ