ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু ইস্যুতে ডুজার সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
ডাকসু ইস্যুতে ডুজার সঙ্গে বসবেন ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সঙ্গে কথা বলবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

শনিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।  রোববার(২০ জানুয়ারি) উপাচার্যের বাসভবনে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

 

অপরদিকে ডাকসু নিয়ে সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে আগামী সোমবার (২১জানুয়ারি) 'পরিবেশ পরিষদ' এর একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আলোচ্য সূচি হিসেবে রাখা হয়েছে ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী ও নির্বাচনী আচরণবিধির বিষয়টি।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ