ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইবি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। 

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পারচালক আতাউল হক বাংলানিউজকে জানান, সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পদ্ধতিসহ সার্বিক বিষয়ে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ