ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি খুলছে সোমবার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
জাবি খুলছে সোমবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শীতকালীন ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সোমবার (৭ জানুয়ারি) থেকে খুলছে।

রোববার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বড়দিন ও শীতকালীন ছুটি শেষে সোমবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।

গত ৩ জানুয়ারি থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হয়েছে। শীতকালীন ছুটি শেষে শিক্ষার্থী ইতোমধ্যে হলে ফিরছে।

শীতকালীন ও আসন্ন নির্বাচন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ ছিল। ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘন্টা, জানুয়ারি ৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ