ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আইইডি অ্যাক্রেডিটেশন পালন করলো ড্যাফোডিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

ঢাকা: রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে আইইডি অ্যাক্রেডিটেশন।

শনিবার সন্ধ্যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।



আইইডি থেকে প্রকৌশল বিভাগে এ বিশেষ সার্টিফিকেট পাওয়ায় তারা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন, আইইডির প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম সবুর খান, উপাচার্য অধ্যাপক এম লুৎফুর রহমান, আহসান উল্লাহ বিশ্¦বিদ্যালয়ের উপাচার্য এ এম এম শফিউল্লাহ, বুয়েটের অধ্যাপক এম এম শহীদুল হাসান প্রমুখ।

রাজউক চেয়াম্যান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টিকে থাকতে হলে প্রকৌশলীদের পেশা ও কাজে আরও আন্তরিক হতে হবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।