ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শেহাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৬ জানুয়ারি 

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
শেহাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ৬ জানুয়ারি  শেহাবি লোগো

ঢাকা: নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী ৬ জানুয়ারি প্রকাশিত হবে। 

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়, ৬ জানুয়ারি (রোববার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.shubd.net) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

 

পড়ুন>> শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
       >> 
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর

এর আগে গত ২২ ডিসেম্বর দুই শিফটে দুটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে তিনটি বিভাগে মোট ৯০টি আসনের বিপরীতে প্রথমবছর ৫ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থী অংশ নেন।  

চলতি বছরের ২৮ জানুয়ারি ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল-২০১৮’ জাতীয় সংসদে পাস হয়। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত শিক্ষাবিদ ড. রফিকউল্লাহ খান।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০০১৮
আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ