ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

রিলিজ স্লিপে মাস্টার্সে ভর্তির আবেদন ৭ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
রিলিজ স্লিপে মাস্টার্সে ভর্তির আবেদন ৭ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৭ জানুয়ারি ‌থে‌কে শুরু হ‌বে।

ওই দিন বি‌কেল ৪টা থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন চলবে।

বুধবার (২৬ ডি‌সেম্বর) বি‌কে‌লে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে আ‌রো ‌জানা‌নো হ‌য়ে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে যেসব শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি বা ভর্তি বাতিল করেছে, যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন সংশ্লিষ্ট কলেজে নিশ্চয়ন করে‌ছে তারা ভ‌র্তি আ‌বেদন কর‌তে পার‌বে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডি‌সেম্বর ২৬, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ