ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

নেত্রকোণা: নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (২২ ডিসেম্বর)। সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

এরই মধ্যে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://shubd.net/seatplan/) প্রকাশ করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয় সূত্র মতে, শনিবার সকাল ১১টায় নেত্রকোণা সরকারি কলেজ (রোল-১০০০১ থেকে ১৪১৮৩), নেত্রকোণা সরকারি মহিলা কলেজ (রোল-১১৬০২ ওথওক ১২৬০১), আবু আব্বাছ ডিগ্রি কলেজে (১২৬০২ থেকে ১৩৬০১) এবং আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে (রোল-১৩৬০২ থেকে ১৪১০১) কলা অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে।

যা শেষ হবে সাড়ে ১২টায়।  

প্রথম একঘণ্টা ১২০ নম্বরের এমসিকিউ এবং আধঘণ্টা ৩০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরমধ্যে এমসিকিউ পরীক্ষায় পাস নম্বর ৫০ আর লিখিত পরীক্ষায় কমপক্ষে ১২ নম্বর পেতে হবে। এছাড়া এমসিকিউ অংশে প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।  

একই পদ্ধতিতে দ্বিতীয় শিফটে নেত্রকোণা সরকারি কলেজ কেন্দ্রে (রোল-২০০০১ থেকে ২১৭৮৫) সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এ শিফটের পরীক্ষা দুপুর ২টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টায় শেষ হবে।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বাংলানিউজকে বলেন, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেত্রকোণার প্রশাসন, স্থানীয় বিভিন্ন সংস্থা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় নানাভাবে এগিয়ে এসেছেন। এজন্য আমরাও তাদের প্রতি কৃতজ্ঞ।  
    
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, প্রথম ব্যাচে কলা অনুষদের অধীনে বাংলা ও ইংরেজি বিভাগে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আর সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় অর্থনীতি বিভাগেও এবার ভর্তির সুযোগ পাবেন ৩০ জন শিক্ষার্থী।  

এর আগে গত ৫ ডিসেম্বর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়, যা ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে।  

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.shubd.net) পাওয়া যাবে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত জেলা শহরের রাজুরবাজারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) শিক্ষা কার্যক্রম চালানো হবে।

গত বছরের ২৮ জানুয়ারি সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৮’ পাস হয়। এরপর গত জুলাইয়ে ঢাকা বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও খ্যাতিমান শিক্ষাবিদ ড. রফিকউল্লাহ খানকে নতুন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে নিয়োগ দেন আচার্য রাষ্ট্রপতি।  

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ সার্বিক উন্নয়নে ২ হাজার ৬৩৭ দশমিক ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় অর্থনৈতিক কমিটি (একনেক)। এরই মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য রামপুর, কান্দুলিয়া, গোবিন্দপুর, রায়দুমরুহী ও সহিলপুর মৌজার ৫০০ একর জমি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ