ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে অনিয়মিত শিক্ষার্থীদের পুনঃভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
কুবিতে অনিয়মিত শিক্ষার্থীদের পুনঃভর্তি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (১২ তম ব্যাচ) অনুত্তীর্ণ বা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় যারা অনিয়মিত হয়েছেন তাদের কাছ থেকে পুনঃভর্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের যে সব শিক্ষার্থী মূল ব্যাচের সঙ্গে নিয়মিত অধ্যয়ন করতে পারেননি তাদের ১২ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফর্মে (রেজিস্ট্রেশন হওয়া সাপেক্ষে) পরবর্তী শিক্ষাবর্ষের সঙ্গে পুনঃভর্তির জন্য আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে।

পুনঃভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীরা ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.cou.ac.bd -এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ