ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির নতুন তিন অনুষদে ডিন নিয়োগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
ইবির নতুন তিন অনুষদে ডিন নিয়োগ যথাক্রমে ড. নাসিম বানু, ড. মোস্তফা কামাল ও ড. আনোয়ারুল হক স্বপন। ছবি-সংগৃহীত

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন তিন অনুষদে ডিন নিয়োগ করা হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, একাডেমিক কাউন্সিলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামালকে।

এছাড়া বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপনকে বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ নভেম্বর) অর্গানোগ্রাম অনুযায়ী পাঁচটি অনুষদ থেকে  তিনটি বাড়িয়ে আটটি করে প্রজ্ঞাপন জারি করে প্রশাসন। গত ২১ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম পাস হয়। অর্গানোগ্রামে  বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ