ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

৭ম বারের মতো বিশ্ব প্রোগ্রামিংয়ের ফাইনালে শাবিপ্রবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
৭ম বারের মতো বিশ্ব প্রোগ্রামিংয়ের ফাইনালে শাবিপ্রবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাবিপ্রবি: কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মর্যাদাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের দল ‘সাস্ট ডেসিফ্রেডর’ ।

শনিবার (১০ নভেম্বর) ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে রাতে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিজয়ী শাবিপ্রবি দল ২০১৯ সালের ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্তুগালে অনুষ্ঠেয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে। ফলে ৭ম বারের মতো ওয়ার্ল্ড ফাইনালে যাচ্ছে শাবিপ্রবি।

বিজয়ী টিমের তিন সদস্য হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল।

এতে রানার আপ হয়েছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল।

শাবিপ্রবির কোচ ছিলেন- সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

বাংলানিউজকে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক এগিয়েছি। যার ফলশ্রুতিতে ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি।

তিনি বলেন, এ বছরের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৯৮টি দল অংশ নেয়। ২০১২ সাল থেকে ৭ম বারের মতো মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার ওয়ার্ল্ড ফাইনালে অংশ নেবে শাবিপ্রবি।

চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।