ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বাকৃবির ভর্তি পরীক্ষা। ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৬টি কেন্দ্রের মোট ২৩৯টি কক্ষে একযোগে ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ভর্তি কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও আমরা সতর্ক অবস্থানে ছিলাম। ফলে ভর্তি পরীক্ষায় জালিয়াতিসহ কোনো অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটেনি।  

শিক্ষার্থীদের উপস্থিতি ও ভালো ছিলো। ফলাফল আগামী ১৩ নভেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানান তিনি।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবার অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। ভর্তি পরীক্ষায় এক হাজার ২৩০ আসনের বিপরীতে দশগুণ অর্থাৎ ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি’তে চতুর্থ বিষয় বাদে ৯ দশমিক ৪২ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।