ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

তাহমিনা বানু স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
তাহমিনা বানু স্মারক বৃত্তি পেলেন ঢাবির ৩ শিক্ষার্থী কনফারেন্স রুমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লোক প্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্রী তাহমিনা বানু (শিলু) স্মরণে বিভাগের অসচ্ছল ও মেধাবী তিনজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- সুপ্তি বালা, মো. সাইদুর রহমান ও তনুশ্রী বিশ্বাস।

মঙ্গলবার ( ৬ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে উপস্থিত ছিলেন ট্রাস্ট ফান্ডের দাতা তাহমিনা বানু (শিলু)’র বড় ভাই অধ্যাপক ড. মোহাম্মদ আলী তসলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম ছাড়াও তাহমিনা বানু (শিলু)র কয়েকজন সহপাঠী বন্ধু ও শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।