ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রুয়েটে দুইদিন ব্যাপী ‘চাকরি মেলা’ শুরু 

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
রুয়েটে দুইদিন ব্যাপী ‘চাকরি মেলা’ শুরু  দুইদিনের ‘চাকরি মেলা’

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুইদিন ব্যাপী ‘চাকরি মেলা’ শুরু হয়েছে। 

শুক্রবার (২ নভেম্বর) সকালে রুয়েট ক্যারিয়ার ফোরামের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম সেখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য রফিকুল ইসলাম সেখ বলেন, মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা শেষ করে চাকরির জন্য বিভিন্ন দিকে ছুটাছুটি করতে হয়।

এ ধরনের চাকরি মেলা শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে।  

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এরপর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।  

মেলা পরিদর্শনকালে রুয়েটের ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক এন এইচ এম কামারুজ্জামান সরকার, ক্যারিয়ার ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

দুইদিন ব্যাপী এ চাকরির মেলায় গ্রামীনফোন, স্কয়ার, ওয়ালটনসহ ১০টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ওই স্টলগুলোতে চাকরি প্রার্থীদের সিভি জমা নেওয়া হচ্ছে এবং ক্যারিয়ার কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।  

শুক্রবার শুরু হওয়া চাকরি মেলা’ শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।