ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশনে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণীর লিখিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষা ও সাক্ষাৎকার ৪ নভেম্বর (রোববার) ও ৫ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে হবে।

 

মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jnu.ac.bd) পাওয়া যাচ্ছে বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
কেডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।