ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ বুধবার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হল ভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা বুধবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৩১ অক্টোবর দুপুরে উপাচার্য সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাশরুমে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা উদ্বোধন করবেন।

ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে এ তালিকা দেখা যাবে। খসড়া ভোটার তালিকার সংশোধনী (সংযোজন ও বিয়োজন ও পরিমার্জন) এর জন্য আগামী ৩১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের কার্যালয়ে লিখিতভাবে জানাতে হবে। খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল কার্যালয়ে সংরক্ষিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।