ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে নদী চিত্র প্রদর্শনী মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
বেরোবিতে নদী চিত্র প্রদর্শনী মঙ্গলবার

বেরোবি,(রংপুর): প্রথমবারের মতো নদী চিত্র প্রদর্শনীর আয়োজন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল শাখা।

মঙ্গলবার (২৩ অক্টোবর ) দিনব্যাপী ক্যাম্পসের কৃষ্ণচূড়া সড়কের দু’পাশে এ প্রদর্শনী চলবে।

প্রদর্শনী উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ।

এতে রিভারাইন পিপলের পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ’র একক নদী চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে দেখানো হবে রংপুর বিভাগের দেড়শ নদীর চিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। সভাপতিত্ব করবেন রিভারইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন , অবৈতনিক সদস্য মো. মনিরুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশ’র কর্মসূচি পরিচালক এম বি আখতার, পলিসি অ্যাডভোকেসি ক্যাম্পেইন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম মনজুর রশীদ প্রকল্প সমন্বয়ক, জলশাসনের এনামুল মজিদ খান সিদ্দিকী, গণ উন্নয়ন কেন্দ্র (এটক) গাইাবন্ধার প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, ফটো সংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক উমর ফারুক।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।