ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
ইবির ভর্তি যুদ্ধে প্রতি আসনে লড়বে ২১ শিক্ষার্থী

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। 

শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে ভর্তির আবেদন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ২১ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবেন।

আগামী ৪ থেকে ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে মোট ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭১৯ ভর্তিচ্ছু আবেদন করেছেন।  

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচটি অনুষদের অধীনে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টার আরও জানায়, এ বছর ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৯৯৬ শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৮ জন।

মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২১ হাজার ২০৮ শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ জন ভর্তিচ্ছু।

ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ১৪৭ শিক্ষার্থী। 'সি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নেবে ১৬ শিক্ষার্থী।

এছাড়াও ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮ হাজার ৩৬৮ শিক্ষার্থী। 'ডি' ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে সর্বোচ্চ সংখ্যক ৩৩ শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। গত ১০ অক্টোবর ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ দেখিয়ে ১২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি।  

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর  ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।