ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কুবির বাসে হামলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
কুবির বাসে হামলা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ মহাসড়কের অবরোধ শিক্ষার্থীদের। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড অবরোধ করেছে রেখেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।  

এ সময় শিক্ষার্থীরা হামলাকারীদের পরিচয় শনাক্ত করে বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, দুপুরে শিক্ষার্থী পরিবহন বাসে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ ও বাসটির চালক আলাউদ্দিন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দীন বাংলানিউজকে জানান, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী মামলার ব্যাপারে সিধান্ত নেওয়া হবে।

বাংলদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টেবর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।