ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবি বিতর্ক সংঘের কমিটি ঘোষণা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
বাকৃবি বিতর্ক সংঘের কমিটি ঘোষণা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বিতর্ক সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি বিশ্ববিদ্যালয়ের পশুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন মনোনীত হয়েছেন।

বুধবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ড. আলেয়া ফেরদৌসী,  সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) রাগীব বর্ষণ, সহ-সাধারণ সম্পাদক (বিতর্ক) শিবলী সাদিক শাহ, সাংগঠনিক সম্পাদক এম এ সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক মনি, দফতর সম্পাদক এসএম শফিউল ইসলাম, অর্থ সম্পাদক আনিকা তাসনিম পূর্বা, প্রচার সম্পাদক ফারুক হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ হৃদয়, ইভেন্ট ম্যানেজার মোখলেসুর রহমান দোলন, হল বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান তুষার, বিতর্ক বিষয়ক সম্পাদক আহাদ জাহির সরকার, পাঠাগার বিষয়ক সম্পাদক মুমতারিন হায়দার, সহ-সম্পাদক শিহাব সাকিব ঈশান, মাশাররাত মালিহা, মবিন হাসান সোহান, রনি ইবনে মাসুদ, সৈয়দা কান্তা ও মিলাদুন রিমা মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।