ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
সরকারি হলো উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কলেজ

ঢাকা: কক্সবাজারের উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজকে জাতীয়করণ করেছে সরকার। এ নিয়ে দেশে সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮টি।

মঙ্গলবার (০৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮’ অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে কলেজটিকে সরকারি করে আদেশ জারি করেছে।

গত ১২ অগস্ট একযোগে ২৭১টি, ২৭ অগস্ট পাঁচটি এবং ১২ সেপ্টেম্বর ১৪টি বেসরকারি কলেজকে জাতীয়করণ করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে কলেজকে জাতীয়করণের উদ্যোগের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারিকরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।