ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। 

শনিবার (০৬ অক্টোবর) দুপুরে বিভাগের সভাপতির কার্যালয়ে বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।  

বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আরও উপস্থিত ছিলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল মুঈদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, প্রমুখ।

বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ হোসেন ২০১২ সালের ৯ সেপ্টেম্বর এ বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।  তিনি মাগুরা জেলার সদর উপজেলার হেকমত উল্লাহ বিশ্বাসের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।