ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির 'ক' ইউনিটে পাস ১৩ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
ঢাবির 'ক' ইউনিটে পাস ১৩ শতাংশ ফল ঘোষণা করেছেন উপাচার্য। পাশে দুই প্রো-উপাচার্য

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১৩.০৪ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (৩ অক্টোবর) দুপুর ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।  

এবার বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী।

এর মধ্যে উত্তীর্ণ হয় ১০ হাজার ১১৭ জন। পাসের হার শতকরা ১৩ দশমিক ০৪ শতাংশ। ‘ক’ ইউনিটের অধীনে আসন রয়েছে ১ হাজার ৭৫০টি।

পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া  DU KA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে  send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফলাফল জানতে পারবে।

পাস করা শিক্ষার্থীরা আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে।

কোটায় আবেদনকারীদের ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবরে মধ্যে তালিকা বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।