ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ত্রুটিপূর্ণ চাষপদ্ধতি মাছ রপ্তানির মূল প্রতিবন্ধকতা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ত্রুটিপূর্ণ চাষপদ্ধতি মাছ রপ্তানির মূল প্রতিবন্ধকতা নতুন মাছ চাষপদ্ধতি ও উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বাকৃবি (ময়মনসিংহ): মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম। উৎপাদনে বিশ্বে অবস্থান করে নিতে পারলেও মাছ রপ্তানিতে অনেক পিছিয়ে আছে। দেশে পাঙ্গাস ও তেলাপিয়া উৎপাদনে নীরব বিপ্লব সাধিত হয়েছে। এ মাছ দু’টি উৎপাদন এবং চাষের সঙ্গে সম্পৃক্ত মৎস্যচাষীর সংখ্যা বেশি। তবে এসব মাছের ত্রুটিপূর্ণ চাষপদ্ধতি ও নিরাপদ মাছের অপ্রাপ্ততা মাছ রপ্তানির মূল প্রতিবন্ধকতা।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ‘নতুন মাছ চাষপদ্ধতি ও উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

অনুষ্ঠানে তারাকান্দা জামালপুর ও মুক্তাগাছা উপজেলার ৩০ জন পাঙ্গাস ও তেলাপিয়া খামারি ও হ্যাচারি মালিক উপস্থিত ছিলেন।

চলমান প্রজেক্টের অধীনে ৩১৬ জন খামারির সমস্যা সমাধান নিয়ে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে খামারিরা সহজেই উপকৃত হতে পারবেন।

অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ।  

অনুষ্ঠানে মাছের উৎপাদন বাড়ানো ও গুণগত মান বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, পিএইচডি গবেষক নিয়াজ আল হাসান ও মো. মেহেদী হাসান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।