ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে ক্লাস বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
সিলেটে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে ক্লাস বর্জন প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে ক্লাস বর্জন। ছবি: আবু বকর

সিলেট: অনিয়ম, জালিয়াতির অভিযোগে সিলেট সিটি করপোরেশন পরিচালিত মির্জাজাঙ্গাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তারা ক্লাস বর্জনের পাশাপাশি দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
শিক্ষকরা বলেন, বিদ্যালয় সভাপতির স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশনের মাধ্যমে বেতন বৃদ্ধির সুপারিশ, বিদ্যালয়ের ১৫ লাখ টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক বাহার উদ্দিন আকন্দ।

তার বিরুদ্ধে তদন্ত হলেও স্বপদে বহাল রয়েছেন তিনি। যে কারণে দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণ চান তারা।
 
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা দেব, সুলতানা বেগম, মুরাদ উদ্দিন, এবিএম মুরাদ খান, সঞ্জিতা চক্রবর্তী, মঈন উদ্দিনসহ অনেকে বলেন, শিক্ষার্থীদের বেতনের টাকা আত্মসাত করেছেন প্রধান শিক্ষক। ভুয়া রেজুলেশন সভাপতির স্বাক্ষর জাল করে তিন বার বেতন বাড়িয়েছেন। এমন গুরুতর অপরাধের পরও তিনি বহাল তবিয়তে আছেন। যে কারণে তার অপসারণ ও শাস্তির দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কয়েক শিক্ষার্থী বলেন, ভর্তির পর থেকে স্যাররা তিন বিষয়ের বেশি ক্লাস করান না। তাদের মন মর্জি অনুসারে ক্লাসে আসা-যাওয়া করেন। ক্লাসে পড়ালেখা হবে কি-না এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।