ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

আদর্শ নাগরিক হতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
আদর্শ নাগরিক হতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছবি: বাংলানিউজ

সিলেট: আদর্শ নাগরিক হতে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়ালেখা করে দেশের ভাবমূর্তি উজ্জাল করছে। সরকারও মাদ্রাসা শিক্ষার প্রতি খুবই আন্তরিক।

মাদ্রাসার শিক্ষার্থীরাও আজ কোনো দিকে পিছিয়ে নেই।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাংলা আরাবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসায় পড়ালেখা করা দেশ-বিদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে শিক্ষার্থীরা।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন গোলাপগলঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, মাদ্রাসা সুপার মাওলানা কামাল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী, আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, ইউপি সদস্য ললাই মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।