ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা ইস্যুতে ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
কোটা ইস্যুতে ঢাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা বাতিলের প্রজ্ঞাপনসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার থেকে বিক্ষোভ শুরু করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভটি কার্জন হল, মোকাররম ভবন, টিএসসি থেকে শাহবাগ হয়ে ফের ক্যাম্পাসে যান।

এসময় তারা 'অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও’;  ‌মিথ্যা মামলা প্রত্যাহর করো, করতে হবে করে নাও'; 'হামলাকারীদের বিচার করতে হবে করতে হবে'; 'বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই'; 'মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না'সহ নানা স্লোগান দেন।  

এদিকে কোটা পর্যালোচনা কমিটির সুপারিশকে স্বাগত জানিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেন ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা। তারা কোটা পর্যালোচনা কমিটির সুপারিশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮,২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।