ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সাটুরিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
সাটুরিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বরুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সার্বিক সহযোগিতায় ওই সংবর্ধনা দেওয়া হয়।

বরুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আলী।

এতে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের গবেষণা কর্মকর্তা মো. আব্দুল মান্নান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জোসনা খাতুন, তারাসিমা অ্যাপারেলস লিমিটেডের ডিজিএম শাওন দেবনাথ, ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আবুল বাশারসহ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- বরুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবির প্রতিক, বিপ্লব হাসান, তৌহিদুল ইসলাম মিতুল, নিরব হোসেন, তাসফিয়া তাবাসসুম লিয়া, মাইশা হক, মিথিলা আক্তার, ফারহানা আক্তার, কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রাব্বি ইসলাম, মো. আলামিন, মো. রাব্বি হোসেন, উমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সায়মা আক্তার প্রীতি, মারিয়া আক্তার মিম, কাজী সামিউল আকাশ, এহছানুল ফাহিম, উম্মে আফিফা প্রভা, এশী সূত্রধর বৃষ্টি,  ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইলমুন তুহিব্বুনা ইলমা, মো. শাওন হোসেন, মো. আরিফ হোসেন, মুনিরাতুল মীম ও শিউলী আক্তার।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।