ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ডাকসু নির্বাচন: সহাবস্থান চায় ছাত্র সংগঠনগুলো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ডাকসু নির্বাচন: সহাবস্থান চায় ছাত্র সংগঠনগুলো আলোচনায় অংশ নিতে আসা বিভিন্ন দলের নেতাকর্মীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) আগে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান বলেন, ডাকসু নির্বাচনকে আমরা স্বাগত জানাই।

তবে এ নির্বাচনের আগে আমরা রাজনৈতিক সহাবস্থান চাই। বিভিন্ন হলে অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে। মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে।    

বৈঠক শেষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, রাজনৈতিক সহাবস্থানের পক্ষে আমাদের কোনো আপত্তি নেই। যদি ছাত্রদল পেট্রোল বোমা নিয়ে না ঘুরে। তাহলে সহাবস্থানের পক্ষে আমাদের কোনো আপত্তি নেই। আমরা নির্দিষ্ট টাইম ফ্রেম দিচ্ছি না। যৌক্তিক সময়ে নির্বাচন চাইছি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ডাকসু নির্বাচন অতিদ্রুত হওয়া প্রয়োজন। কেননা তা না হলে অতীতের মতো নির্বাচন ইস্যু কাজে লাগিয়ে ডাকসু নির্বাচন আটকানো হবে। এছাড়াও আমরা প্রত্যেকটা হলে রাজনৈতিক সহাবস্থানের মত দিয়েছি।

রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের পক্ষে আমরা। কোনো ক্রিয়াশীল সংগঠন ক্যাম্পাসে আসতে পারবে না এমন কোনো বাধা প্রশাসন থেকে নেই।

বাংলাদেশ সময়: ২০২৬  ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।