ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
বরিশাল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩ 

বরিশাল: সরকারি বরিশাল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।  

রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুই গ্রুপই ক্যাম্পাস ত্যাগ করে।

আহত অবস্থায় ছাত্রলীগ নেতা অর্নব রাসেলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আমিনুল ইসলাম ইমরান ও শাকিব নামে আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই যুবকরা পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।