ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢারিব ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
ঢারিব ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোনো ধরনের অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ‘গ’ ইউনিটের (ব্যবসা অনুষদ) ভর্তি পরীক্ষা শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাংলানিউজকে তিনি এ তথ্য জানান।

প্রক্টর বলেন, কঠোর নিরাপত্তা ও নজনদারির মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আশা করি পরবর্তী পরীক্ষাগুলোও সুশৃঙ্খলভাবে হবে।

যেকোনো ধরনের জালিয়াতি রোধে তিনি অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।
 
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৫৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিজনেস অনুষদ কেন্দ্র পরিদর্শন করেন।

প্রক্টর বলেন, আমাদের প্রত্যবেক্ষকের পাশাপাশি প্রক্টরিয়াল টিম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি করছেন। এটি বড় প্রতিষেদক হিসেবে কাজ করেছে। এখনো পর্যন্ত কোনো অসাধু চক্রের তৎপরতা পরিলক্ষিত হয়নি। এ সময় তিনি ডাকসু নির্বাচন নিয়ে কাজ শুরু করার কথা বলেন।
 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যবার পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার্থীদের ফেরত দেওয়া হলেও এবার দেয়া হয়নি।
 
‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮, আপডেট: ১২২৬ ঘণ্টা
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।