ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষার সব স্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
শিক্ষার সব স্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া । ছবি বাংলানিউজ

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন,  শিক্ষার সব স্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে। শিক্ষার এমন কোনো সেক্টর নেই যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার উদয়ন মহিলা কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার প্রাথমিক থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে।

এখন ভালো রেজাল্ট করতে শিক্ষকদের পাঠদানে মনোযোগী হতে হবে। কোনো ছাত্র যেন কোটা আন্দোলনে জড়িয়ে নিজেদের সর্বনাশ ডেকে না আনে সেদিক খেয়াল রাখতে হবে। এক শ্রেণির মানুষ ছাত্রদের লেলিয়ে দিয়ে সরকারের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করছে। শিক্ষকদের সজাগ থেকে সব ষড়যন্ত্র রুখতে হবে।  

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ির ইউএনও আব্দুল হালিম, সাঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, উদয়ন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা শাহাদত হোসেন মণ্ডল প্রমুখ।

মতবিনিময় সভায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মাদ্রাসা ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ