ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

লম্বা ছুটি শেষে রাবি খুলছে সোমবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
লম্বা ছুটি শেষে রাবি খুলছে সোমবার

রাবি: ঈদুল আজহা ও জন্মাষ্টমীর ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে সোমবার (৩ সেপ্টেম্বর)।

রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিক্ষার্থীদের জন্য সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষ হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) ও শনিবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি এবং রোববার (২ সেপ্টেম্বর) জন্মাষ্টমীর ছুটি থাকায় সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে।  

এছাড়া শিক্ষার্থীদের জন্য রোববার সকালে আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ