ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির দাবিতে বেরোবিতে মানববন্ধন মানববন্ধন

বেরোবি, রংপুর:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সরকারদলীয় শিক্ষকদের সংগঠন নীল দল। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

নীলদলের সভাপতি ড. নিতাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের ইবনে তাহেরের সঞ্চালনায় মানববন্ধবে বক্তব্য রাখেন নীল দলের কার্যকরী সদস্য ড. তুহিন ওয়াদুদ, সদস্য মাসুদ রানা প্রমুখ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নীল দলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা জাতির পিতার খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।