ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো আরো ১২ মাধ্যমিক বিদ্যালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সরকারি হলো আরো ১২ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা: দেশের আরো ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
 
আদেশে বলা হয়েছে- জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এমইউ উচ্চ বিদ্যালয় এবং আক্কেলপুর এফইউ পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে।


 
কিশোরগঞ্জের ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুল, ইটনার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জিসি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ সরকারি হয়েছে।
 
রাজশাহীর পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এই তালিকায় রয়েছে।
 
আদেশ আরো বলা হয়েছে, ২৮ আগস্ট থেকেই এসব প্রতিষ্ঠান সরকারিকরণ হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।