ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে ঈদের ছুটি শুরু ১৯ আগস্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
খুবিতে ঈদের ছুটি শুরু ১৯ আগস্ট

খুলনা: পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী রোববার (১৯ আগস্ট) থেকে ছুটি শুরু হচ্ছে। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে খুবির রেজিস্ট্রার অফিসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলগুলো সম্পূর্ণ বন্ধ থাকবে।

তাই হলে অবস্থানরত সব শিক্ষার্থীদের ১৯ আগস্ট বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে। আগামী ২৬ আগস্ট সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা স্ব স্ব হলে প্রবেশ করতে পারবে।

আগামী ৩ সেপ্টেম্বর (সোমবার) ছুটি শেষে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।