ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে বৃহস্পতিবার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে বৃহস্পতিবার

ইবি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৬ আগস্ট (বৃহস্পতিবার) বেলা দুপুর ১২টায় থেকে বন্ধ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল।

বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দফতরের উপ-পরিচালক আতাউল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জাতীয় শোক দিবস ও ঈদুল আজহার ছুটি উপলক্ষে ১৪ থেকে ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা এবং ১৫ থেকে ২৭ আগস্ট অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৭ আগস্ট থেকে অফিস এবং ২৮ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা চালু হবে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, ছুটি উপলক্ষে ১৬ আগস্ট বেলা ১২টায় সব আবাসিক হল বন্ধ হবে। একই সঙ্গে ২৭ আগস্ট বেলা ১১টায় সব হল খুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।