ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ঈদের ছুটি শুরু রোববার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
বেরোবিতে ঈদের ছুটি শুরু রোববার

বেরোবি (রংপুর): আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী রোববার (১৯ আগস্ট) থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছুটি শুরু হচ্ছে। চলবে ২৭ আগস্ট (সোমবার) পর্যন্ত।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৯ থেকে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ১৯ আগস্ট থেকে ২৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া আবাসিক হলগুলো আগামী সোমবার (২০ আগস্ট) সকাল দশটায় বন্ধ হয়ে ২৬ আগস্ট (রোববার) সকাল ১১টায় দিকে খুলবে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।