ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিতে ১২ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
কুবিতে ১২ আগস্ট থেকে ঈদুল আজহার ছুটি শুরু  কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা: পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোববার (১২ আগস্ট) থেকে টানা ২২ দিনের একাডেমিক ছুটি শুরু হবে। অপরদিকে প্রশাসনিক ছুটি শুরু হবে ১৯ আগস্ট থেকে।

এদিকে কয়েকটি বিভাগের ক্লাস ও সেমিস্টার পরীক্ষা চলমান থাকায় আবাসিক হলগুলো ১৭ আগস্ট সকাল ১০টা পর্যন্ত খোলা থাকবে। ছুটি শেষে ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী।

৩ সেপ্টেম্বর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।