ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ইবি সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি সাংবাদিকদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ইবি: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা। 

বুধবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি আয়োজিত এ মানববন্ধন হয়।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি খন্দকার মাহফুজ মিশু ও সাধারণ সম্পাদক ইমরান শুভ্র বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।